আমার সঙ্গীতগুরু স্বর্গীয় শ্রীহিমাংশু বিশ্বাসের “সহজ পদ্ধতিতে বাঁশি শিক্ষা” প্রথম প্রকাশ হয় ১৯৮৯ খ্রিস্টাব্দে। বইটি প্রকাশের পরে সঙ্গীত জগতে বহুল প্রসংশিত হলেও আর কোনো পুন-মুদ্রণ না হওয়ায়, বাঁশি প্রেমী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিলেন। সম্পাদক হিসাবে চেষ্টা করেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বইটির আর পুন-মুদ্রণ হয়ে উঠেনি। তাই বইটিকে স্ক্যান করে সম্পূর্ণ অবানিজ্যিক ভাবে ইবুক হিসাবে তৈরি করে বাঁশি প্রেমী উদ্দ্যেশ্যে উত্সর্গ করলাম। আশা করি বাঁশি বাঁশি প্রেমীরা উপকৃত হবেন। বাঁশি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেবার চেস্টা করবো। ধন্যবাদান্তে – অশোক কুমার কর্মকার, কলকাতা। যোগাযোগ : [email protected]