এ গানে প্রজাপতি পাখায় পাখায় রঙ ছড়ায়

এ গানে প্রজাপতি পাখায় পাখায় রঙ ছড়ায়

এ গানের রামধনু তার সাতটি রঙের দোল ঝড়ায়
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
গানে আমার কে যে দিলো সুর সে তো জানিনা
আমার এ গান সুনীল সাগর কুলে
মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে |
লা— লা— লা— লা—
সে কার বাঁশীতে চায় সে হাসিতে
কাছে আমার আসে কোন দূর সে তো জানিনা
====
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরকারঃ শ্যামল মিত্র
গেয়েছেনঃ সন্ধ্যা মুখোপাধ্যায়
অ্যালবামঃ দেয়া নেয়া

==================