কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।
নদীয়া নগরে শচীমাতার ঘরে।।
উদয় হলো নিমাই চাঁদ
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।
হরি নাম ভজ নাম জপ নাম করো সার,
হরিনামে ভাসাও তরী হয়ে যাবে পার।।
হরিনামে মাতোয়ারা ও ও
হরিনামে মাতোয়ারা সারা ব্রজধাম।
কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম।।
যতো পাপী-তাপী তরে গেল এই হরিনামে,
মুখে বলো হরিনাম শ্রবন করো কানে।।
হরিনামে আছে সুধা ও ও
হরিনামে আছে সুধা অমৃত সমান।
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।
বিজয় ধীবর বলছে হরিনাম ছাড়া গতি নাই,
প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই।।
হরি নামের জলে ডুব দিলে ও ও
হরি নামের জলে ডুব দিলে জুড়ায় মনপ্রান
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।
নদীয়া নগরে শচীমাতার ঘরে।।
উদয় হলো নিমাই চাঁদ
কে আনিল রে কোথায় ছিল রে,
মধু মাখা হরিনাম।।
মধু মাখা হরিনাম